প্রকাশিত,০৫,অক্টোবর
মোঃ আতাউর রহমান
দিনাজপুর জেলা প্রতিনিধি:
দিনাজপুরের খানসামায় মাদক ও সন্ত্রাস বিরোধী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
আজ শুক্রবার বিকেলে নিউ পাকেরহাট মর্নিং সান ক্লাবের আয়োজনে নিউ পাকেরহাট উচ্চ বিদ্যালয় মাঠে ফাইনাল এই খেলাটি অনুষ্ঠিত হয়।
দিনাজপুর জেলা বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক খানসামা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো: রবিউল আলম তুহিনের সভাপতিত্বে ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় অন্যতম সংসদ সদস্য ও দিনাজপুর-৪ আসনের সাবেক এমপি আলহজ্জ আক্তারুজ্জামান মিয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খানসামা উপজেলা বিএনপির আহ্বায়ক আমিনুল হক চৌধুরী বিএসসি,
ইউনিয়ন যুগ্ম আহবায়ক মোঃ সাখাওয়াত হোসেন লিটন চেয়ারম্যান ৬নং গোয়ালডিহি ইউনিয়ন পরিষদ, কৃষক দলের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা শরিফ উদ্দিন সরকার, মোহাম্মদ আলী সরকার, মোফাজ্জল হোসেন (মোফা), সাবেক জেলা পরিষদ সদস্য আলহাজ্ব শরিফুল ইসলাম প্রধান,
উক্ত খেলাটি কেরাপাড়া তরুণ স্মৃতি সংঘ নীলফামারীকে ২,,,১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় শহিদুল আর্মি ফুটবল ক্লাব পার্বতীপুর দিনাজপুর।