প্রকাশিত,২৬,অক্টোবর
আজাদ নাদভী, স্টাফ রিপোর্টার:
খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি বাংলাদেশের কেন্দ্রীয় মহাসম্মেলন উপলক্ষে সাংবাদিক সম্মেলন করেছে সম্মেলন বাস্তবায়ন কমিটির আহবায়ক মাওলানা ওবায়দুল্লাহ কাসেমী। শনিবার সকাল ১০টায় সিরাজদিখান রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মাওলানা ওবায়দুল্লাহ কাসেমী বলেন, প্রিয় সাংবাদিক বন্ধুগন। কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয় ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে আগামী ৩০ অক্টোবর রোজ বুধবার ঢাকা-মাওয়া মহাসড়ক সংলগ্ন কুচিয়ামোড়া কলেজ মাঠে খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি বাংলাদেশ-এর উদ্যোগে জাতীয় মহাসম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইনশাআল্লাহ্ সংগঠনটির মুহতারাম আমীর আল্লামা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর দা.বা. এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই মহাসম্মেলনে দেশের শীর্ষ ওলামায়ে কেরাম রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সুধীজনের উপস্থিতির কথা রয়েছে। প্রিয় সাংবাদিক বন্ধুগন। কাদিয়ানীদের রাষ্ট্রীয় ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে অনুষ্ঠিতব্য এই জাতীয় মহাসম্মেলন জনসমুদ্রে পরিনত হবে, ইনশাআল্লাহ। সর্বস্থরের মুসুল্লী ও তাওহিদী জনতার মধ্যে ব্যপক উৎসাহ উদ্দীপনা কাজ করছে।
জাতির বিবেক সাংবাদিক বন্ধুগন। উক্ত মহাসম্মেলন উপলক্ষে আমাদের সার্বিক প্রস্তুতি যেমন মাঠ প্রস্তুত, দাওয়াতী কার্যক্রম ও অন্যান্য কার্যাবলী চলমান রয়েছে। আমরা আপনাদের মাধ্যমে দেশবাসীকে সম্মেলনে অংশগ্রহন করার জন্য আহ্বান করছি। পাশাপাশি আইনশৃংঙ্খলা বাহিনি, প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিক ও গোয়েন্দা সংস্থার দায়িত্বশীলদের সবধরনের সহযোগিতা কমনা করছি।
এসময় উপস্থিত ছিলেন, খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির ক্যাশিয়ার মুফতি নিয়ামত উল্লাহ, খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি বাংলাদেশের মুন্সীগঞ্জ জেলার সভাপতি মাওলানা আহামদ্দুলাহ খান, সিনিয়র সহ-সভাপতি মুফতি মাহবুবুর রহমান, সাংগঠনিক সম্পাদক মুফতি আবুল হাসান, সিরাজদিখান উপজেলার সভাপতি মাওলানা শেখ আব্দুল গাফফার, সাধারণ সম্পাদক মুফতি আবু শাহাদাত খান, জেলা সহ-সাংগঠনিক সম্পাদক মুফতি আব্দুল আহাদ, কেন্দ্রীয় দায়ী মাওলানা আবু ইউসুফ।