কোম্পানীগঞ্জ প্রবাসী উন্নয়ন পরিষদের ৩য়-দ্বি বার্ষিক নির্বাচনে আংশিক কমিটি ঘোষণাঃ


deshsomoy প্রকাশের সময় : ২০২২-০৬-৩০, ১১:১৮ অপরাহ্ন /
কোম্পানীগঞ্জ প্রবাসী উন্নয়ন পরিষদের ৩য়-দ্বি বার্ষিক নির্বাচনে আংশিক কমিটি ঘোষণাঃ

প্রকাশিত,৩০, জুন,২০২২

নোমান আহমেদ(সিলেট)কোম্পানীগঞ্জঃ

আলোকিত কোম্পানীগঞ্জ গড়াই আমাদের লক্ষ্য -এই শ্লোগান কে সামনে রেখে কোম্পানীগঞ্জ উপজেলার বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসীদের নিয়ে গঠিত সর্ব বৃহৎ এবং সু-পরিচিত, বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত সামাজিক সংগঠন কোম্পানীগঞ্জ প্রবাসী উন্নয়ন পরিষদের ৩য়-দ্বি বার্ষিক নির্বাচনে আংশিক কমিটি ঘোষণা আজ ৩০/০৬/২০২২ ইংরেজি রোজ বৃহস্পতিবার উপজেলা সদরস্থ সংগঠন এর কার্যালয়ে নির্বাচন কমিশন কর্তৃক ঘোষণা করা হয়েছে।

সংগঠন এর বাংলাদেশের কার্যবাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক ও নির্বাচন কমিশন এর দায়িত্বপ্রাপ্ত সদস্য হাফিজ মাওলানা মাহমুদুল হাসান এর সভাপতিত্বে এবং কার্য-বাস্তবায়ক কমিটির অন্যতম সদস্য,
নির্বাচন কমিশনার বিশিষ্ট সাংবাদিক, কোম্পানীর প্রেসক্লাবের সহ সভাপতি জনাব মঈন উদ্দিন মিলনের পরিচালনায় অনুষ্ঠিত কমিটি ঘোষণা সভায় সংগঠন এর বিগত দিনের সামাজিক কার্যক্রম নিয়ে বক্তব্য প্রদান করেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক,কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগ এর যুগ্ম আহবায়ক, উক্ত সংগঠন এর নির্বাচন কমিশনের সদস্য জনাব রাসেল আহমদ, বক্তব্য প্রদান করেন বিশিষ্ট রাজনীতিবিদ ও উক্ত সংগঠন এর নির্বাচন এর দায়িত্ব পালনকারী অন্যতম সদস্য জনাব হাবিবুল্লাহ জাবেদ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠন এর কার্য-বাস্তবায়ন কমিটির সদস্য সাংবাদিক তারিকুল ইসলাম, সাংবাদিক সুমন আহমদ, সাংবাদিক ফারুক আহমেদ, সাংবাদিক নোমান আহমদ সহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় নেতৃবৃন্দ বলেন কোম্পানীগঞ্জ প্রবাসী উন্নয়ন পরিষদ এর ৩য়-দ্বি বার্ষিক নির্বাচনে বিভিন্ন পদে একাধিক প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছিলেন কিন্তু দেশের বন্যা পরিস্থিতির কারণে সমঝোতার মাধ্যমে প্রতিটি পদে একক প্রার্থী রেখে অন্যান্য প্রার্থীগণ তাদের মনোনয়ন পত্র প্রত্যাহার করে নেন।

পরিশেষে নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত কমিটিতে সভাপতি হিসাবে পর্তুগাল প্রবাসী সংগঠন এর সাবেক সাধারণ সম্পাদক মঈন উদ্দিন মনি, সাধারণ সম্পাদক হিসাবে সাবেক সাংগঠনিক সম্পাদক ফ্রান্স প্রবাসী ফরহাদ আহমদ নুর, সাংগঠনিক সম্পাদক সৌদি আরব প্রবাসী দুলাল আহমেদ, অর্থ সম্পাদক বাহরাইন প্রবাসী মোঃ জুয়েল রানা, এবং প্রচার সম্পাদক হিসাবে সৌদি আরব প্রবাসী দেলোয়ার খাঁনকে নির্বাচিত ঘোষণা করেন।

অপরদিকে সংগঠন এর ৩য়-দ্বি বার্ষিক নির্বাচনে নির্বাচিত প্রার্থীদের অভিনন্দন জানিয়েছেন সংগঠন এর সৌদি আরব শাখার সভাপতি হাফিজ মাওলানা আনছার উদ্দিন,সৌদি আরব শাখার তত্ত্বাবধায়ক, নির্বাচন এর সমন্বয়ক জনাব নুর মিয়া, সৌদি আরব শাখার সিনিয়র সহ সভাপতি মাওলানা সিরাজুল ইসলাম, সিনিয়র সহ সভাপতি মোঃ আলী আকবর, ওমান শাখার সভাপতি মোঃ আনিছুর রহমান,কাতার শাখার সভাপতি জনাব তৈমুছ আলম, বাহরাইন শাখার সভাপতি হাফিজ শুয়াইবুর রহমান, সংযুক্ত আরব আমিরাত শাখার সভাপতি মোঃ ওলিউর রহমান খান সহ সংগঠন এর বিভিন্নস্থরের নেতৃবৃন্দ।

কোম্পানীগঞ্জ প্রবাসী উন্নয়ন পরিষদ ২০১৮ সালে গঠিত হওয়ার পর থেকে বিভিন্ন সামাজিক কর্মসূচি এর বাস্তবায়ন করেছে। প্রতিষ্ঠা লগ্ন থেকে কোম্পানীগঞ্জ উপজেলার গরীব অসহায় মানুষের জন্য কাজ করে আসছে।
বিগত ২০১৯ সাথে মেধাবী ছাত্র/ছাত্রীদের বৃত্তি প্রদান করেছে।
২০২০ সালে বন্যা দুর্গত মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছে।
২০২১ সাথে করোনাকালীন সময়ে খাদ্য সামগ্রী দেওয়ার পাশাপাশি পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে গরীব অসহায় মানুষের মধ্যে শাড়ি লুঙ্গী বিতরণ করেছে। ২০২২ সালের ভয়াবহ বন্যার সময় প্রায় ৮ শতাধিক মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছে। সংগঠন এর পক্ষ থেকে ২০২২ সালের ঈদুল আজহা উপলক্ষে ঈদ সামগ্রী বিতরণ এর কর্মসূচি হাতে নিয়েছে। এছাড়া গরীব অসুস্থ মানুষের মধ্যে বিভিন্ন সময় নগদ অর্থ প্রদান এবং স্কুল কলেজের ছাত্র /ছাত্রীদের নগদ অর্থ সহায়তা প্রদান করেছে।