কেরানীগঞ্জে খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য দোয়া অনুষ্ঠিত।


দেশ সময় প্রকাশের সময় : ২০২৫-০১-১২, ১২:১১ পূর্বাহ্ন /
কেরানীগঞ্জে খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য দোয়া অনুষ্ঠিত।

প্রকাশিত,১১,জানুয়ারি

আজাদ নাদভী, স্টাফ রিপোর্টারঃ

ঢাকার কেরানীগঞ্জে কদমতলী রয়েল পার্টি সেন্টারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও বিদেশে সু-চিকিৎসা শেষে, বাংলাদেশে সুস্থ হয়ে ফিরে আসবেন এ আশায়। তার সুস্থতার জন্য বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

ঢাকার কেরানীগঞ্জ উপজেলায়, জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি রেজাউল কবির পলের আগমন উপলক্ষে ঢাকা জেলা যুবদলের সাবেক সদস্য সুজন তালুকদার ও এমিলির পক্ষ থেকে, প্রায় ৫ শতাধিক নেতাকর্মী নিয়ে, কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি রেজাউল কবির পল কে শুভেচ্ছা জানান।

এবং কদমতলীর রয়েল পার্টি সেন্টারে, কেরানীগঞ্জ উপজেলার জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও বিদেশে সু-চিকিৎসা শেষে, বাংলাদেশে সুস্থ হয়ে ফিরে আসবেন এ উপলক্ষে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় উক্ত দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি রেজাউল কবির পল, ঢাকা জেলা যুবদলের সদস্য সুজন তালুকদার, এমিলিসহ, বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্নস্তরের নেতাকর্মী।