কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন মতলবের জেরিন
সুমন আহমেদ :
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ঘোষিত আংশিক পুর্নাঙ্গ কমিটিতে চাঁদপুর মতলব উত্তরের জোবাইদা ইসলাম জেরিন যুগ্ন-সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। গত ১৫ই জুলাই কেন্দ্রীয় সংসদের ছাত্রদলের সভাপতি মোঃ রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোঃ নাছির উদ্দিন ঘোষিত ২৬০ সদস্য আংশিক পূর্ণাঙ্গ কমিটি প্রকাশিত হয়।
তৃণমূল রাজনীতির মাঠ থেকে উঠে আসা ছাত্রদল নেত্রী জোবাইদা ইসলাম জেরিন ১/১১’ র ছাত্র আন্দোলন, ২০১৪, ২০১৫, ২০১৮ ও ২০২০সালের সরকার বিরোধী আন্দোলন সংগ্রামী ভুমিকা রাখায় অবশেষ তিনি কেন্দ্রীয় কমিটিতে স্থান পেলেন।
ছাত্রদল নেত্রী জোবাইদা ইসলাম জেরিন বলেন, “মূল্যায়িত হওয়ায় আমি আনন্দিত সেইসাথে সংগঠনের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই পদপ্রাপ্তি আমার কাজের গতিকে আরো বেগবান করবে। আমি সাম্য ও মানবিক বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা দেশনায়ক তারেক রহমানের “টেইক ব্যাক বাংলাদেশ” স্লোগানকে ধারন করে দেশের মানুষের বাক স্বাধীনতা রক্ষা ও চলমান গনতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে কার্যকরী ভুমিকা রাখতে চাই।”
জোবাইদা ইসলাম জেরিনকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন চাঁদপুর-২ মতলব উত্তর-দক্ষিণের বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিএনপির সকল অঙ্গসংগঠন। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন স্থানীয় নেতৃবৃন্দ।
আপনার মতামত লিখুন :