কৃষক দলের কমিটি ঘোষণাকে কেন্দ্র করে শিবচরের পাচ্চর ঢাকা-ভাঙা মহাসড়ক অবরোধ


দেশ সময় প্রকাশের সময় : ২০২৪-১১-২১, ৬:০৪ অপরাহ্ন /
কৃষক দলের কমিটি ঘোষণাকে কেন্দ্র করে শিবচরের পাচ্চর ঢাকা-ভাঙা মহাসড়ক অবরোধ

প্রকাশিত,২১,নভেম্বর

রাকিবুল হাসান(রকি)
শিবচর,প্রতিনিধি:

জাতীয়তাবাদী কৃষক দলের শিবচর উপজেলার আহব্বায়ক কমিটি ঘোষণাকে কেন্দ্র করে শিবচরের পাচ্চর ঢাকা-ভাঙা মহাসড়ক প্রায় ১৫মিনিট অবরোধ করে রেখেছিলেন পদবঞ্চিতরা। বুধবার রাত ১০টার সময় মহাসড়কটি অবরোধ করেন বিদ্রোহীরা।

এসময় সড়কের একপাশে টায়ার জ্বালিয়ে ও বিক্ষোভ মিছিল করে প্রতিবাদ করেছেন বঞ্চিতরা। পরে ১৫মিনিট অবরোধ শেষে মহাসড়ক থেকে সরে যান বিদ্রোহীরা।

জানা গেছে, আজ বুধবার বিকেলে শিবচর উপজেলা কৃষকদলের আহব্বায়ক কমিটি গঠন করা হয়। মাদারীপুর জেলা কৃষকদলের আহব্বায়ক এ্যাড. মো অলিউর রহমান দর্জি এবং সদস্য সচিব মো: অহিদুজ্জামান খান অহিদ স্বাক্ষরিত শিবচর উপজেলা কৃষক দলের ২৫সদস্য বিশিষ্ট একটি আহব্বায়ক কমিটি গঠন করা হয়। উক্ত আহব্বায়ক কমিটিকে প্রত্যাক্ষান করে বুধবার রাত ১০টায় ঢাকা-ভাঙা মহাসড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করেন কৃষকদলের পদবঞ্চিতরা। এতে প্রায় ১৫মিনিটের মতো সড়ক অবরোধ থাকে।
জেলা কৃষক দলের আহব্বায়ক এ্যাড. মোঃ অলিউর রহমান দর্জি বলেন, শিবচর উপজেলা কৃষকদলের যে আহব্বায়ক কমিটি গঠন করা হয়েছে সেখানে সবাই ত্যাগী ও দলের ক্লান্তিলগ্নের কর্মী। বিগত আন্দোলনে আহব্বায়ক টিটু সহ-সকলেই মামলা-হামলার শিকার হয়েছেন। এখন পদবঞ্চিতরা কেন এটা করলো তা আমার জানা নাই। আমরা ত্যাগী কর্মীদের নিয়েই কমিটি গঠন করেছি।’