কৃষকের সবজি কিনে ঢাকায় বিক্রি করছে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ ।


deshsomoy প্রকাশের সময় : ২০২৩-১১-১৪, ১১:০৪ অপরাহ্ন /
কৃষকের সবজি কিনে ঢাকায় বিক্রি করছে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ  ।

প্রকাশিত,১৪, নভেম্বর,২০২৩

মারুফ সরকার, স্টাফ রিপোর্টার:

কৃষকের কাছ থেকে সবজি কিনে ন্যায্যমূল্যে রাজধানী ঢাকায় বিক্রি করছে ক্ষমতাসীন আওয়ামী লীগের তিন সহযোগী এবং ভাতৃপ্রতিম সংগঠন যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ।

মঙ্গলবার সকালে পাইকপাড়া এলাকায় সবজি বিক্রি বিতরণ কালে অনুষ্ঠান উদ্বোধন করেন
আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ।

এ সময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন , যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু, সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।

বক্তারা বলেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আওয়ামী যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের যৌথ উদ্যোগে রাজধানীর বিভিন্ন পয়েন্টে ‘সরাসরি কৃষকের ক্ষেত থেকে সবজি ক্রয় করে ন্যায্যমূল্যে বিতরণ’ কর্মসূচির আয়োজন করা হয়েছে।যাতে করে প্রতারিত না হয় সেই কারণে আমরা সরাসরি তাদের থেকে বিক্রি করে সাধারণ মানুষের হাতে পৌঁছে দিতে পেরে খুব আনন্দিত।

তারা আরো বলেন প্রতিদিন আমাদের এরকম কার্যক্রম চলবে।