কিশোর গ্যাং বিরোধী অভিযানে ২ জন সক্রিয় সদস্য মাদক ও দেশীয় অস্ত্র সহ র‌্যাবের হাতে গ্রেফতার।


deshsomoy প্রকাশের সময় : ২০২৩-১০-২৬, ৩:০৬ অপরাহ্ন /
কিশোর গ্যাং বিরোধী অভিযানে ২ জন সক্রিয় সদস্য মাদক ও দেশীয় অস্ত্র সহ র‌্যাবের হাতে গ্রেফতার।

প্রকাশিত,২৬, অক্টোবর,২০২৩

ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জঃ

সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ, র‌্যাব-৫, এর একটি বিশেষ আভিযানিক দল কর্তৃক ২৬ অক্টোবর ২০২৩ তারিখ রাত্রী আনুমানিক ১:৩০ ঘটিকায় চাঁপাইনববাগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন ৬নং ওয়ার্ডের শেখ টোলা গ্রামস্থ এলাকায় অভিযান পরিচালনা করে কুখ্যাত কিশোর গ্যাং “আলিউল” গ্রুপের ২ জন সক্রিয় সদস্য মোঃ হাসিব (২৫), পিতা-মোঃ দুলাল, মাতা-হাওয়া বিবি, সাং-দক্ষিণ উজিরপুর, মোঃ সজিব (২০), পিতা-মোঃ আলতাফ আলী, মাতা-মোছাঃ আক্তারা বেগম, সাং-বড়চক দৌলতপুর, থানা-শিবগঞ্জ, জেলা-চাঁপাইনবাবগঞ্জ দ্বয়কে ফেন্সিডিল-৩৬ বোতল এবং দস্যুতার উদ্যোগে ব্যবহৃত স্টিলের তলোয়ার- ১টি, লোহার কড়াল- ১টি, চাইনিজ কুড়াল- ৫টি, চেইন স্টিক- ১টি, স্টিলের পাইপ- ২টি এবং মোবাইল ফোন- ২টি সহ হাতেনাতে গ্রেফতার করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন এলাকায় মাথা চাড়া দিয়ে উঠেছে স্থানীয় একটি বখাটে গ্রুপ। প্রায়
১০-১৫ জন কিশোর নিয়ে গঠিত এ গ্রুপের নাম ”আলিউল” গ্রুপ’। নিয়ন্ত্রণে রয়েছে ঐ এলাকার কিশোর আলিউল। এলাকার বৃদ্ধ থেকে শুরু করে যুবকরা এ গ্রুপের কারণে অতিষ্ঠ হয়ে পড়েছে। এলাকায় নিয়মিত ছিনতাই, চাঁদাবাজি এবং চুরির ঘটনায় তারা জড়িত। এছাড়াও নানা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তারা নিয়মিত শোডাউন সহ জনমতে ভীতির সঞ্চার করত।

২৬ /১০/২৩ ইং তারিখে মাদক সংক্রান্ত একটি গোপন তথ্যের ভিত্তিতে উল্লেখিত এলাকায় র‌্যাব এর একটি চৌকস আভিজানিক দল অভিযান পরিচালনা করার সময় নির্মানাধীন বিল্ডিং এ উক্ত গ্যাং এর সদস্যদের মাদক সেবনরত অবস্থায় দেখতে পায় । র‌্যাবের উপস্থিতি টের পেয়ে তারা নির্মাণাধীন বিল্ডিং এর জানালা দিয়ে দৌড়ে পালিয়ে যাওয়ার সময় দুজনকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে এলাকার নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে নির্মাণাধীন বিল্ডিং এর পাশেই একটি পরিত্যক্ত টিনের ঘর থেকে ৩৬ বোতল ফেনসিডিল ও উপর উল্লেখিত দেশীয় অস্ত্র শস্ত্র গুলো উদ্ধার করা হয়। এই গ্রুপের বাকি সদস্যদের গ্রেফতার করার জন্য র‌্যাব এর অভিযান অব্যাহত রয়েছে।

উপরোক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।