প্রকাশিত,২৩, অক্টোবর,২০২৩
সজীব আহমেদ ভৈরব প্রতিনিধিঃ
কিশোরগঞে।জর ভৈরবে কন্টিনারবাহী ট্রেনের ধাক্কায় এগারোসিন্ধুর ট্রেনের দুই বগি উল্টে অন্তত ২৫ জন নিহত, আহত অর্ধশতাধিক
ঢাকাগামী আন্তঃনগর এগারোসিন্ধুর ট্রেনে চট্রগ্রামগামী কন্টিনারবাহী ট্রেনের ধাক্কায় দুই বগি উল্টে গিয়ে অন্তত নারী পুরুষ ও শিশুসহ অন্তত ২৫ জন যাত্রী মারা গিয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
আজ সোমবার বিকাল আনুমানিক সাড়ে তিনটার দিকে ভৈরব রেলওয়ে স্টেশনের আউটার সিগনালের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। তবে দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি।
ঘটনার পর ভৈরব ফায়ার সার্ভিস, ভৈরব রেলওয়ে পুলিশ, ভৈরব থানা পুলিশ ও কিশোরগঞ্জ ডিবি পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন। তবে এখনো উদ্ধার কাজ চলমান রয়েছে।
এঘটনার খবর পেয়ে কিশোরগঞ্জ-৬, ভৈরব কুলিয়ারচর আসনের সংসদ সদস্য ও বিসিবি সভাপতি আলহাজ্ব নাজমুল হাসান পাপন, ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ ও রেলওয়ে ঢাকার কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
সজীব আহমেদ ভৈরব প্রতিনিধিঃ
আপনার মতামত লিখুন :