কালীগঞ্জ সেন্টাল কলেজের ২০২৪ এইচ এসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত।


দেশ সময় প্রকাশের সময় : ২০২৪-০৬-২৬, ১১:৩১ অপরাহ্ন /
কালীগঞ্জ  সেন্টাল   কলেজের ২০২৪ এইচ এসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত।

প্রকাশিত,২৬,জুন, ২০২৪

মোঃ মুক্তাদির হোসেন।
স্টাফ রিপোর্টার।

   বুধবার ২৬ শে জুন গাজীপুর জেলার কালীগঞ্জের ঐতিহ্যবাহী একমাত্র প্রাইভেট শিক্ষা প্রাতিষ্ঠান কালীগঞ্জ সেন্টাল কলেজের ছাদে অধ্যক্ষ সুনিল কুমার বনিকের সভাপতিত্বে এর ইসরাত জাহান (মুনা) র সঞ্চলনায় বিদায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন, কালীগঞ্জ সেন্টাল কলেজের চেয়ারম্যান অপু বনিক।

বিশেষ অতিথি হিসেবে  বক্তব্য রাখেন : বোয়ালী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু শ্যমল মিত্র।
প্রতিষ্ঠানের পক্ষ থেকে বক্তব্য রাখেন : আসিব ইবনে সোহেল, সৌরভ শেখ

এসময় বক্তব্য রাখেন :অত্র প্রতিষ্ঠানের পক্ষ থেকে বক্তব্য রাখেন অধ্যাপক আসিব ইবনে সোহেল, অধ্যাপক সৌরভ শেখ।
উল্লেখ করা যেতে পারে যে : কালীগঞ্জ সেন্টাল কলেজ থেকে এই বছর মোট পরীক্ষার্থী :১০৫ জন ছাত্র /ছাত্রী।
নতুন ছাত্র / ছাত্রী ১২০ জন ( ভর্তি চলমান)
কলেজ ইনকোড :140020.
কলেজ কোড :2208.
কলেজ এর মোট স্টাফ : ২৫ জন।
পরে ওই কলেজের এইচএসসি শিক্ষার্থীদের বিশেষ সফলতা কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন : কালীগঞ্জ থানা মসজিদের ইমাম খতিব মুফতি মাওলানা ইমদাদুল হক।

সকল ছাত্র, ছাত্রীদের এবং অত্র শিক্ষা প্রতিষ্ঠানের মঙ্গল কামনা করে দেশের সকল এইচ এসসি পরিক্ষার্থীদের জন্য বিশেষ দোয়া কামনা করে বিশেষ দোয়া শেষ করেন।

এসময় কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।