কালীগঞ্জ উপজেলা শ্রমিক লীগের জাঙ্গালিয়া ইউনিয়ন সন্মেলন প্রস্তুতি সভা অনুষ্ঠিত ।


deshsomoy প্রকাশের সময় : ২০২৩-০৭-১১, ৯:১৭ অপরাহ্ন /
কালীগঞ্জ উপজেলা শ্রমিক লীগের জাঙ্গালিয়া ইউনিয়ন সন্মেলন প্রস্তুতি সভা  অনুষ্ঠিত ।

প্রকাশিত,১১, জুলাই,২০২৩

মোঃ মুক্তাদির হোসেন।
স্টাফ রিপোর্টার।

গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়ন আওয়ামী শ্রমিক লীগের সন্মেলন প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ রোজ মঙ্গলবার বিকাল পাঁচ ঘটিকার সময় জাঙ্গালিয়া ইউনিয়ন পরিষদে কালীগঞ্জ শ্রমিক লীগের সভাপতি কাজী মেরাজুল করিম হামীম এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসেন ভান্ডারীর সঞ্চলনায় সন্মেলন প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সন্মেলন প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন জাঙ্গালিয়া ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান সারোয়ার হোসেন গাজী,জাঙ্গালিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বাবু শ্যমল পাল,বক্তব্য রাখেন কালীগঞ্জ উপজেলা শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নুরুজ্জামান ভুঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ বাদশা মিয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ শাখাওয়াত হোসেন শাহীন, জাঙ্গালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের প্রাচার সম্পাদক মোঃ উজ্জ্বল, বক্তারা জাঙ্গালিয়া ইউনিয়ন শ্রমিক লীগের কমিটি মধ্যে দিয়ে বাংলাদেশ আওয়ামী মহিলা লীগের সভাপতি ও কালীগঞ্জের মাটি ও মানুষের নেত্রী মেহের আফরোজ চুমকি এমপি হাতকে শক্তিশালী করতে আবার জন নেত্রী শেখ হাসিনার নৌকা প্রতীকে আবারো ভোট দিয়ে পূনরায় জয়যুক্ত করে শেখ হাসিনার নেতৃত্বে আবার সরকার গঠন করতে পারেন আমাদের সেই চেষ্টা করতে হবে। আগামী ২২ শে জুলাই রোজ শনিবার জাঙ্গালিয়া ইউনিয়নের আওয়ামী শ্রমিক লীগের সন্মেলন এর তারিখ নির্ধারন করা হয়েছে। জাঙ্গালিয়া ইউনিয়ন আওয়ামী শ্রমিক লীগের সন্মেলন কে স্বার্থক ও সফল করতে নেতা কর্মীদের সুসংগঠিত হয়ে সন্মেলনে উপস্থিত থাকতে অনুরোধ জানান জাঙ্গালিয়া ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান সারোয়ার হোসেন গাজী, আর কোন আলোচনা না থাকায় কালীগঞ্জ উপজেলা শ্রমিক লীগের সভাপতি মেরাজুল করিম হামীম এর বক্তব্য মাধ্যমে সন্মেলন প্রস্তুতি সভা সমাপ্তি ঘোষণা করেন।