প্রকাশিত,১২, সেপ্টেম্বর,২০২৩
মোঃ মুক্তাদির হোসেন।
স্টাফ রিপোর্টার
গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলা শাখার জাতীয় শ্রমিক লীগের কালীগঞ্জ পৌরসভার ও ২টি ইউনিয়নের শ্রমিক লীগ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
গত ১০ সেপ্টেম্বর (রবিবার) কালীগঞ্জ উপজেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি কাজী মেরাজুল করিম হামীম এবং সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসেন ভান্ডারী স্বাক্ষরিত নিয়োগপত্রে বক্তারপুর ইউনিয়ন জাতীয় শ্রমিক লীগের সভাপতি নুরুলদীন মোল্লা, সাধারণ সম্পাদক শামীম সরকারকে, জাঙ্গালিয়া ইউনিয়নের জাতীয় শ্রমিক লীগের সভাপতি রুহুল আমিন ( খোকন দর্জি), সাধারণ সম্পাদক মিজানুর রহমানকে তিন বছরের কমিটি ঘোষণা করেন।
অপর দিকে ১১ সেপ্টেম্বর (সোমবার) গাজীপুর জেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি আলহাজ্ব খলিলুর রহমান এবং সধারন সম্পাদক খন্দকার মফিজুল রহমান ( লিটন) সাক্ষরিত নিয়োগপত্রে আসন্ন জাতীয় দ্বাদশ নির্বাচনকে সামনে রেখে লড়াই সংগ্রামে অংশে গ্রহন এবং জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আবার ও সরকার গঠন করতে কালীগঞ্জ পৌর জাতীয় শ্রমিকলীগকে শক্তিশালী করতে মো: আমজাদ হোসেনকে সভাপতি ও আরাফাত খন্দকারকে সাধারণ সম্পাদক হিসাবে আগামী তিন বছরের জন্য নিয়োগ দেওয়া হয়।
বিভিন্ন ইউনিয়ন ও পৌর শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকরা আমাদের প্রতিনিধিকে জানান যে তারা আন্তরিক ভাবে কৃতজ্ঞতা প্রকাশ করেন বাংলাদেশ আওয়ামী মহিলা লীগের সভাপতি ও কালীগঞ্জের মাটি ও মানুষের প্রানের নেত্রী মেহের আফরোজ চুমকি (এমপি) আপার হাতকে শক্তিশালী করতে আগামী জাতীয় নির্বাচেন সংক্রিয় ভাবে অংশগ্রহণ করতে এবং নৌকা মার্কায় বিপুল ভোটেবিজয়ী করতে আমারা জাতীয় শ্রমিক লীগের নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ হয়ে কাঁধে কাঁধ রেখে কালীগঞ্জ থেকে বিপুল ভোটে বিজয়ী করতে কাজ করে যাবো।
আপনার মতামত লিখুন :