প্রকাশিত,২৩, অক্টোবর,২০২৩
মোঃ মুক্তাদির হোসেন।
স্টাফ রিপোর্টার।
গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মন্ডপে চলছে উৎসবের আমেজ। আকাশ জুড়ে সাদা মেঘের ভেলা, আর দিগন্ত জুড়ে কাশফুলের মেলা, শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এই ধর্মাবলম্বীদের কাছে দেবী দুর্গা শক্তি ও সুন্দরের প্রতীক। প্রতিবছর অসুরের বিনাশ করতেই মা দেবী দুর্গা ধরাধামে আবির্ভূত হন। সমাজ থেকে অন্যায় অবিচার দূর করতেই এ পূজার আয়োজন। শুক্রবার মহা ষষ্ঠীর পূজা অর্চনার মধ্য দিয়ে শুরু হয়েছে শারদীয় দুর্গাপূজা এবং সপ্তমী, অষ্টমী ও নবমী শেষে মঙ্গলবার বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মাধ্যমে সমাপ্ত হবে এ উৎসবের।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গলাচিপা পৌরসভার সকল হিন্দু পল্লীগুলোতে বাহারি সাজ সজ্জা, আলোকেসজ্জায় উৎসবের আমেজ বিরাজ করছে, ঘর বাড়ী পরিস্কার পরিচ্ছন্ন বিভিন্ন আলপনার ছাঁপ ও নতুন কাপড় কেনাকাটা। দেবীর পূজা অর্চনা, প্রতিমা দর্শন, নানা রীতি নীতি পালন, আত্মীয় স্বজনের আগমনে ম-পগুলোতে মানুষের ঢল, ঢাকের তালে আরতি আর উলুধ্বনিত মুখরিত হয়ে উঠেছে ম-পগুলো। উপজেলা পূজা উদযাপন কমিটি থেকে জানা যায়, এবার উপজেলায় ০৭ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভায় মোট টি মন্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। রবিবার (২২ অক্টোবর)রাত ১১ টায় সরেজমিনে উপজেলা সদরের কেন্দ্রীয় কালীবাড়ি মন্দির, যয়দেব বাড়ি মন্দির, মনসাতলা মন্দির, ধরবাড়ি মন্দির, মুলাগাঁও মন্দির, জামালপুর কালীবাড়ি মন্দির, বীর বাড়ি মন্দির, বাহাদুরশাদী মন্দির, বড়গাঁও মন্দির , চুপাইর মন্দির, বড়বেলা মন্দির, জাঙ্গালিয়া মন্দির, বক্তাপুর বাবু বাড়ি মন্দির, ঘুরে মন্ডপে দেখা যায় ভক্তদের উপচে পড়া ভীড়। আরতি খেলা শিশু কিশোরদের নাচানাচি। উল্লেখ করা যেতে পারে যে গত কাল বাংলাদেশ মহিলা আওয়ামিলীগের সভাপতি ও কালীগঞ্জের প্রান প্রিয় নেত্রী মেহের আফরোজ চুমকি এমপি ও গত কাল উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ উনার ছেলে ও পুত্র বধুকে সঙ্গে নিয়ে পরিদর্শন করেন। এবং নিজস্ব তহবিল থেকে প্রতিটি মন্দিরে নগদ ২০,০০০/ টাকা করে পূজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক এর হাতে অর্থ তুলে দেন।মেহের আফরোজ চুমকি আপার নির্বাচনী এলাকায় সর্ব মোট ৭৪ টি মন্দিরে দূর্গা পূজা অনুষ্ঠিত হচ্ছে,( পুবাইল -বাড়িয়া) সহ, সনাতন ধর্মালম্ভি নেতা ও সাধারন মানুষ এর সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এবং মেহের আফরোজ চুমকি এমপির বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কালীগঞ্জ উপজেলা শাখার সভাপতি বাবু প্রনয় দাস ও বলেন, শান্তি পূর্ণভাবে পূজা শুরু হয়েছে, কোথাও কোন বিশৃঙ্খলা হয়নি। পুলিশ প্রশাসন ও উপজেলা প্রশাসন সব সময় খোঁজ খবর নিচ্ছেন। প্রতিবছরের মতো এবারও প্রতিটি মন্ডপে সরকারি অনুদান দেওয়া হয়েছে। কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ফাইজুর রহমান বলেন, কয়েকটি স্তরে নিরাপত্তা বেষ্টনী জোরদার করা হয়েছে। পুলিশ সদস্যদের পাশাপাশি আনসার সদস্য ও গ্রাম পুলিশ রয়েছে এবং মূল পয়েন্ট গুলোতে চৌকস অফিসার রয়েছে, টহল পুলিশ রয়েছে। এখন পর্যন্ত কোন বিশৃঙ্খলার খবর শোনা যায় নি। আশা করছি শান্তি পূর্ণ পরিবেশে পূজা শেষ হবে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার আজিজুর রহমান বলেন, সরকারিভাবে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। প্রতিটি মন্দিরে সিসি ক্যামেরা বসানো হয়েছে। এ বিষয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মোয়াজ্জেম হোসেন পলাশ ,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এইচ এম আবু বকর চৌধুরী, কালীগঞ্জ পৌর মেয়র এস এম রবীন হোসেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ কামরুল ইসলাম, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সকল ধর্মের মানুষের উৎসব পালনে সকল ধরণের নিশ্চয়তা প্রদান করেন। তিনি ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করে সকলে মিলে উৎসব পালনের পরামর্শ দেন। বাংলাদেশ সকল ধর্মের প্রতি সম্প্রীতি ও সদ্ভাব বজায় রেখে চলে। তাই আপনারা সব সময় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সাথে থাকবেন। এ সময় উপস্থিত ছিলেন : গাজীপুর জেলা পরিষদের সদস্য মোঃ দেলোয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শ্রী পরিমল চন্দ্র ঘোষ, উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মাইনুল ইসলাম,কালীগঞ্জ উপজেলা জাতীয় শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নুরুজ্জামান ভুঁইয়া কার্য নির্বাহী সদস্য মোঃ মুক্তাদির হোসেন, কালীগঞ্জে পৌর আওয়ামী যুব লীগের সভাপতি ও কালীগঞ্জ পৌর ০৪ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ বাদল হোসেন ভূইয়া, সাধারণ সম্পাদক আশরাফী রেজাউর রহমান খোকন, কালীগঞ্জ পৌর জাতীয় শ্রমিক লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ কালীগঞ্জে উপজেলা আওয়ামী লীগের শুভ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।
মেহের আফরোজ চুমকি এমপি উনার বক্তব্য বলেন দলবল নির্বিশেষে মানুষেরকল্যাণে কাজ করে যাচ্ছি এই অংশবিশেষ আজ সারাদিন বিভন্ন ইউনিয়ন প্রোগ্রমে পরিশ্রম করে ও আপনাদের পূজা পার্বণের কথা স্মরণ রেখে রাত্র দশটা বাজে এখনো বিভিন্ন মন্দিরে আপনাদের কে দেখতে আসতে পেরে নিজকে ধন্য মনে করেছি, আর সমনে জাতীয় নির্বাচন এই নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীকে আবার ও নৌকা মার্কায় ভোট দিয়ে পূনরায় জয়যুক্ত করতে হবে শেখ হাসিনার নেতৃত্বে আবার ও সরকার গঠনে ভূমিকা রাখতে হবে,এবং বাংলাদেশ কে ডিজিটাল বাংলাদেশ হিসেবে বিশ্ববাসীর কাছে পরিচিত করতে হবে।
দলীয় নেতা কর্মীদের উদ্দেশ্যে বলেন আপনারা যার যার স্বার্থ মতন মন্দিরে সহায়তা করবেন সকলে ভালো থাকুন বিজয় দশমীর আগাম শুভেচ্ছা জানিয়ে শেষ করেন।