কালীগঞ্জে মোবাইল কোর্ট পরিচালনা অনুমোদনহীন যানকে,পরিবহন আইনে অর্থদন্ড।


deshsomoy প্রকাশের সময় : ২০২৩-০৭-২৭, ১০:৪৮ পূর্বাহ্ন /
কালীগঞ্জে মোবাইল কোর্ট পরিচালনা অনুমোদনহীন যানকে,পরিবহন আইনে অর্থদন্ড।

প্রকাশিত,২৭, জুলাই,২০২৩

মোঃ মুক্তাদির হোসেন
স্টাফ রিপোর্টারঃ

গাজীপুরের কালীগঞ্জে বিভিন্ন সড়কে মোবাইল কোর্ট পরিচালনা করেন, বুধবার ২৬ জুলাই কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি,এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উম্মে হাফছা নাদিয়া, উল্লেখ কালীগঞ্জের সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে বিভিন্ন পয়েন্টে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় ট্রলি ট্রাক মোটর সাইকেল, সিএনজি, অটোরিকশা এদের লাইসেন্স ও রুট পারমিট যাচাই-বাছাই করা হয়।

বেঞ্চ সহকারী হিসেবে উপস্থিত ছিলেন মাহবুবুল ইসলাম, ও কালীগঞ্জ থানার সঙ্গিয় ফোর্স
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অনুমোদনহীন যানবাহনকে সড়ক পরিবহন আইন, ২০১৮ এরবিভিন্ন ধারায় জরিমানা করা হয়। কালীগঞ্জ থানা পুলিশের সদস্যরা উপস্থিত থেকে সহযোগিতা করেন।

এসময় সহকারী কমিশনার ভূমি,এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উম্মে হাফছা নাদিয়া, বলেন জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।