প্রকাশিত,২০, আগস্ট,২০২৩
মোঃ মুক্তাদির হোসেন।
স্টাফ রিপোর্টার।
গাজীপুরের কালীগঞ্জে মোবাইল কোর্ট পরিচালনা করে ০৮টি প্রতিষ্ঠানকে ২১ হাজার ৫শত টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
২০ জুলাই রবিবার কালীগঞ্জ উপজেলা সহকারি কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্টেট উম্মে হাফছা নাদিয়া কালীগঞ্জ উপজেলার কালীগঞ্জ বাজার ও আড়িখলা শ্রমিক কলেজ সংলগ্ন দোকানে এবং কালীগঞ্জ বাজেরর ০৮ টি দোকানে ভ্রাম্যমান আদালত এর মাধ্যমে এই জরিমানা করা হয়েছে।
পণ্যে পাটজাত মোড়কের ব্যতামূলক ব্যাবহার আইন ২০১০ এর আওতায় ০৩টি মামলায় ৭ হাজার, দন্ডবিধি আইন ১৮৬০ এর আওতায় ০২টি মামলায় ১ হাজার, ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর আওতায় ৩টি মামলায় ১৩ হাজার ৫শত, ধুমপান ও তামাকজাত দ্রব্য ব্যাবহার নিয়ন্ত্রন আইন ২০০৫ এর আওতায় ১টি মামলায় ৫ শত টাকা সর্ব মোট ২১ হাজার ৫শত টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট উম্মে হাফসা নাদিয়া ।
উক্ত মোবাইল কোর্ট পরিচালনায় এক্সিকিউটিভ ম্যাজিস্টেট জনাব উম্মে হাফছা নাদিয়ার সাথে সর্বক্ষন সাথে ছিলেন পাট উন্নয়ন কর্মকর্তা মোঃ আজহারুল ইসলাম, বেঞ্চ সহকারি মাহবুবুল ইসলাম, কালীগঞ্জ থানার এস আই মাজেদ সংঙ্গীয় ফোর্স।
সহকারী কমিশনার ( ভূমি) বলেন আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :