কালীগঞ্জে প্রবাসীর জমি জোর পূর্বক দখলের অভিযোগ


deshsomoy প্রকাশের সময় : ২০২৪-০২-১৮, ২:৩২ অপরাহ্ন /
কালীগঞ্জে প্রবাসীর জমি জোর পূর্বক  দখলের অভিযোগ

প্রকাশিত,১৮, ফেব্রুয়ারি,২০২৪

মোঃ মুক্তাদির হোসেন।
স্টাফ রিপোর্টার।

গাজীপুরের কালীগঞ্জে সৌদি প্রবাসীর
জমি জোর পূর্বক দখলের অভিযোগ উঠেছে। উক্ত জমির মালিকানা দাবি না করে হঠাৎ দলবল নিয়ে অন্যের জমি দখলে নেয় প্রভাবশালীরা।

প্রবাসী অভিযোগে উল্লেখ করেন, তিনি জামালপুর মৌজায় গোল্লারটেক এলাকায় তার বাবার নিকট থেকে ২০ শতাংশ দখলীয় জমি ক্রয় করেছেন। পরে মাটি ভরাট করে, বৈদ্যুতিক সংযোগ, বাউন্ডারি ওয়াল ও গভীর নলকূপ স্থাপন করেন। প্রবাসে থাকা অবস্থায় এলাকার প্রভাবশালী থানা যুবলীগ সভাপতি তার বাহিনী নিয়ে ওই জমি দখল করে নিয়েছে। নাম জারি ও নিউটেশন বাতিল করেছেন।
এ বিষয়ে স্থানীয় মেম্বার ইউপি চেয়ারম্যানসহ স্থানীয়ের নালিশ করলে প্রভাব থাকার কারনে তার ভয়ে কেহ জিজ্ঞেস করতে সাহস পায় নাই। জানতে চাইলে উল্টো হুমকি দিয়ে আসছে।
এ বিষয়ে জামালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খাইরুল আলমের কাছে যানতে চাইলে তিনি বলেন,
স্থানীয় প্রতিবেশী সোহরাব, ইব্রাহীম ও আজিজ বলেন এ জমি মুলত ওঝাদেরই। জোর আর প্রভাব খাটিয়ে তারা এ জমি দখল করেছে।
অভিযুক্ত এস এম আলমগীর এর নিকট জানতে চাইলে তিনি বলেন, এ জমিটি আমাদের জোত জমি, আমরা একশ বছর যাবত ভোগ দখলে রয়েছি, আমরা অংশ পেয়েছি তাই বাড়ি বানিয়ে বসবাস করছি। এ কারনে বিজ্ঞ আদালতে দ্বারস্থ্য হয়ে সৌদি প্রবাসী শহিদুল্লাহ ওঝা বাদী হয়ে গাজীপুর বিজ্ঞ পঞ্চম সিনিয়র সহকারী জর্জ আদালতে সাতজনের নাম উল্লেখ করে এবং শতাধিক অজ্ঞাত করে মামলা দায়ের করেন যার নং ২৯৮ – ২০২১।