প্রকাশিত,১৬, নভেম্বর,২০২৩
মোঃ মুক্তাদির হোসেন।
স্টাফ রিপোর্টার।
গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষে রবি ২০২৩-২৪ মৌসুমে বোরো ধানের হাইব্রীড জাতের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে কালীগঞ্জ পৌরসভা এবং ৭টি ইউনিয়নে ২৪০০জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ নভেম্বর) দুপুরে কালীগঞ্জ উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে বিনামূল্যে বীজ বিতরণ অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা ফারজানা তাসলিম এর সভাপতিত্বে সহকারী উদ্ভিদ সংরক্ষণকর্মকর্তা মো. আক্তারুজ্জামান এর সঞ্চালনায় বিনামূল্যে বীজ বিতরণ অনুষ্ঠান টি অনুষ্ঠিত হয়েছে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. আজিজুর রহমান, ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষে কালীগঞ্জ পৌরসভা এবং ৭টি ইউনিয়নে ২৪০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ বিতরণ করেন।
এ সময় উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অলী ভৌমিক, বিভিন্ন ইউনিয়নের উপ-সহকারী ভূমি কর্মকর্তাবৃন্দ, উপজেলা কৃষক লীগের সভাপতি আব্দুল কাদির নেওয়াজ সহ উপজেলার প্রায় ৪৫০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :