কালীগঞ্জের মুরগিহাটায় অভিনব কায়দায় ভ্যান চুরি


দেশ সময় প্রকাশের সময় : ২০২১-০২-০১, ৯:৩৭ পূর্বাহ্ন / ১২
কালীগঞ্জের মুরগিহাটায় অভিনব কায়দায় ভ্যান চুরি

প্রকাশিত, ১ ফেব্রুয়ারি, ২০২১

উত্তম ঝিনাইদহ প্রতিনিধিঃ

আজ সকাল আনুমানিক ১১ টার সময় কালীগঞ্জ আনসার আলী (প্রাঃ) হাসপাতালের সামনে থেকে সুনিল দাস (৪০) নামক এক ব্যক্তির ব্যাটারি চালিত অটোভ্যান চুরি হয়ে গেছে।

মেসার্স মমিন এন্ড ব্রাদার্স এর সিসি টিভির ফুটেজ থেকে চুরির বিষয়টি নিশ্চিত করা হয়েছে। চোর ভ্যানটি নিয়ে কাঁচামাল সড়ক হয়ে ঝিনাইদহের দিকে গেছে।

সুনিল দাস কোলা ইউনিয়নের কোলা দাস পাড়ার বাসিন্দা বলে জানা গেছে। সুনিল দাস জানান,আমি খুব অসহায় মানুষ, অনেক কষ্ট করে ভ্যানটি কিনেছিলাম। আমরা সবাই এক আত্মীয়কে দেখার জন্য এই হাসপাতালে এসেছিলাম।