কাল‌কি‌নি উপ‌জেলা প্রেসক্লা‌বের ক‌মি‌টি গঠন, ইকবাল সভাপতি ও হানিফ সম্পাদক।


deshsomoy প্রকাশের সময় : ২০২২-০৭-০২, ৬:৩৭ অপরাহ্ন /
কাল‌কি‌নি উপ‌জেলা প্রেসক্লা‌বের ক‌মি‌টি গঠন, ইকবাল সভাপতি ও হানিফ সম্পাদক।
print news || Dailydeshsomoy

প্রকাশিত,০২, জুলাই,২০২২

কালকিনি, মাদারীপুর (প্রতিনিধি)

ব্যাপক আয়োজনের মধ্যেদিয়ে কালকিনি উপজেলা প্রেসক্লাবের ১৩ তম ক‌মি‌টি গঠন করা হয়েছে। বিজয় টি‌ভি ও দৈ‌নিক ইন‌কিলা‌বের প্র‌তি‌নি‌ধি মোঃ ইকবাল হো‌সে‌নের সভাপ‌তি‌ত্বে ও দৈ‌নিক আজ‌কের বিজ‌নেস বাংলা‌দেশ ও দৈ‌নিক জনতার প‌ত্রিকার প্র‌তি‌নি‌ধি বি.এম.হা‌নিফ এর প‌রিচালনায় কাল‌কি‌নি উপ‌জেলা প্রেসক্লা‌বের ১৩ তম ক‌মি‌টি গঠন গঠন করার ল‌ক্ষ্যে এ সভা অনু‌ষ্ঠিত হয়। এ‌তে বক্তব‌্য রা‌খেন প্রধান উপ‌দেষ্টা ও খবর প‌ত্রের প্র‌তি‌নি‌ধি ‌মোঃ ম‌নিরুজ্জামান, কার্যকরী সদস‌্য প্র‌ফেসর ম‌ুজিবুর রহমান, কার্যকরী সদস‌্য প্র‌ফেসর আবদুল্লাহ আল মাহমুদ, কার্যকরী সদস‌্য আ‌নোয়ার হো‌সেন মাস্টার, কার্যকরী সদস‌্য ম‌শিউর রহমান রু‌লিন।

দীর্ঘ সময় আ‌লোচনা শে‌ষে বিজয় টি‌ভি ও দৈ‌নিক ইন‌কিলাব প্র‌ত্রিকার প্র‌তি‌নি‌ধি মোঃ ইকবাল হো‌সেন‌কে সভাপ‌তি,‌ দৈ‌নিক খবর বাংলা‌দে‌শ প্র‌তি‌নি‌ধি শামীম হো‌সেন‌কে সহ-সভাপ‌তি, মাই‌টি‌ভির প্র‌তি‌নি‌ধি মোঃ জিয়াউ‌দ্দিন ‌শেখ লিয়াকত আহ‌ম্মেদ‌কে সহ-সভাপ‌তি, আজ‌কের বিজ‌নেস বাংলা‌দেশ ও দৈ‌নিক জনতার প্র‌তি‌নি‌ধি বি.এম.হা‌নিফ‌কে সাধারণ সম্পাদক, মোঃ রিফাত উল্লাহ ও আবু তাহের খানকে যুগ্ম-সাধারন সম্পাদক, মুজিবুল হায়দার রাজ্জাক ও এস.এম শাহজালালকে সাংগঠনিক সম্পাদক, খোরশেদ আলমকে অর্থ-সম্পাদক, কহিনুর সুলতানাকে প্রচার, উজ্জল হায়দারকে দপ্তর, মোঃ সাইফুর রহমান টোকনকে সমাজসেবা সম্পাদক ও প্র‌ফেসর মোঃ মুজিবুর রহমান, কাজী কামরুজ্জামান, আব্দুল্লাহ আল মাহমুদ, মশিউর রহমান রুলিন, মেহেদী হাসান মিন্টু, মাহমুদুর রহমান ইরান, সাকিবুল ইসলাম খলিল ও আফরিনকে কার্যকরী সদস‌্য ক‌রে ২১ সদস‌্য বি‌শিষ্ট নির্বাহী ক‌মি‌টি গঠন করা হ‌য়ে‌ছে। সম্মেলনে প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় কর্মরত সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। নতুন কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে, কাল‌কি‌নি‌ বি‌ভিন্ন শ্রে‌নি পেশার মানুষ।