প্রকাশিত,২০, অক্টোবর,২০২৩
এম এইচ শাহীন, গাজীপুর প্রতিনিধি।
‘ইমাম মাহমুদের কাফেলা’ জঙ্গি সংগঠনের সাথে সংশ্লিষ্টতার মামলায় বন্দি স্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়ে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের ফটকে গ্রেফতার হলেন একই মামলার পলাতক আসামি মাহতাব ইসলাম ওরফে আব্দুস সাত্তার।
বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বেলা ১১টার দিকে কারাবন্দি স্ত্রীর সঙ্গে দেখা করতে যান মাহতাব। এ সময় মূল ফটক থেকে তাকে গ্রেফতার করে জিএমপি’র কোনাবাড়ি থানা পুলিশ।
গ্রেফতারকৃত পাবনা জেলার আতাইকুলা থানার কইজুরি শ্রীপুর গ্রামের বাসিন্দা হাবিবুর মন্ডলের ছেলে মাহতাব ইসলাম (৩২)
স্বামী-স্ত্রী দু’জনেই নিষিদ্ধ ঘোষিত নব্য ‘ইমাম মাহমুদের কাফেলা’ নামে জঙ্গি সংগঠনের সদস্য বলে দাবি পুলিশের।
পুলিশ সূত্রে জানা যায়, “শাপলা খাতুন (২৬) ও তার স্বামী মাহতাব জঙ্গি কার্যক্রমের সঙ্গে জড়িত থাকার অভিযোগ আছে। এ অভিযোগে তাদের দুজনের নামেই ডিএমপির মিরপুর মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা আছে।
মাহতাবের স্ত্রী গ্রেফতার হয়ে কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে বন্দী আছেন। গ্রেফতার হওয়ার পর স্ত্রী আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেন। কিন্তু মাহতাব দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।“
এবিষয়ে গাজীপুর মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার আবু তোরাব বলেন, “আমরা তাকে (মাহতাব) থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করি। পরে ডিএমপি পুলিশে হস্তান্তর করা হয়।”
আপনার মতামত লিখুন :