পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের রাজনৈতিক দল তেহরিক-ই-ইনসাফ দেশটিতে বেশি জনপ্রিয়। কয়েকটি জরিপ বা মূল্যায়নে এমন তথ্য উঠে এসেছে। মঙ্গলবার (২ জানুয়ারি) পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম জিও নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
বলা হয়েছে, জাতীয় নির্বাচন সামনে রেখে পাকিস্তানের রাজনৈতিক দল ও নেতাদের ওপর জরিপ করা হয়েছে। এতে দেখা গেছে, এখনো ইমরান খান ও তার দল বেশি জনপ্রিয়। যদিও পাঞ্জাবে তেইরিক-ই-ইনসাফ ও পিএমএলএন প্রায় সমান জনপ্রিয়। অর্থাৎ এখানে পিটিআইয়ের জনপ্রিয়তা কিছুটা কমেছে, অন্যদিকে বেড়েছে পিএমএলএন-এর।