কাজের মেয়ের সাথে পরকীয়ায় আসক্ত স্বামী কর্তৃক স্ত্রীকে নির্যাতন।


deshsomoy প্রকাশের সময় : ২০২৪-০২-১০, ৮:১৮ অপরাহ্ন /
কাজের মেয়ের সাথে পরকীয়ায় আসক্ত স্বামী কর্তৃক স্ত্রীকে নির্যাতন।

প্রকাশিত,১০, ফেব্রুয়ারি,২০২৪

মোঃ মুক্তাদির হোসেন।
স্টাফ রিপোর্টার।

গাজীপুরের কালীগঞ্জে কাজের মেয়ের সঙ্গে পরকীয়ায় ও নেশাসক্ত স্বামীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন স্ত্রী।
অভিযোগ সূত্রে জানা যায়, কালীগঞ্জ পৌরসভার চৈতারপাড়া গ্রামের আব্দুল লতিফ মিয়ার পুত্র মোস্তফা শেখের সাথে প্রায় ১৫ বছর পূর্বে বাঙ্গালহাওলা গ্রামের আব্দুস সালাম মিয়ার কন্যা কামরুন নাহার শুভার বিবাহ হয়। বিয়ের পর তাদের চারটি সন্তান জন্ম নেয়। পরবর্তীতে মোস্তফা শেখ একাধিক নারীর সাথে ও নেশায় আসক্ত হয়ে পড়ে। নেশার টাকার জন্য সে স্ত্রী শুভাকে শারীরিক এবং মানসিক নির্যাতন শুরু করে এবং সংসার ও সন্তানদের কথা চিন্তা করে বাপের বাড়ী থেকে দফায় দফায় ৩৬ লাখ টাকা এনে দেয়। গত ৩ ফেব্রুয়ারী পুনরায় সে নেশার টাকা চেয়ে না পেয়ে স্ত্রী শুভার গলা চেপে খুন করার চেষ্টা করে।
অভিযুক্ত মোস্তফা শেখের ব্যবহৃত মোবাইল নম্বরে একাধিক বার (০১৮১৪৮৬৩৮৭৬) কল করেও ফোনটি বন্ধ থাকায় তার কোন বক্তব্য নেওয়া যায়নি।
এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মাহাতাব উদ্দিন বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।