————–মৃত্যু———
—-আনোয়ার চিশতি—–
———নেত্রকোণা——–
————————————-
মৃত্যু যাবে রসাতলে
সত্যের জয় চিরকালে
উঠে কেন আছো ডালে
আর লাগাও রং নিজের গালে।
খেলা করো তালে তালে
জানো না ভবিষ্যত যাবে কোন হালে
যতই ঘুরো লম্বা গাছের নালে
হায়াত তোমার যাচ্ছে পাতালে।
মওলাকে ডাকনি কচিন কালে
বিপদে তাকাবে না রাসুলে
দেওনি যাকাত সম্পদ মালে
অহংকার করে থাকো আড়ালে।
——————————————–
কবিতাঃরচনাস্হলঃগফরগাওঃ
ময়মনসিংহ।
আপনার মতামত লিখুন :