কবিতা, “মসজিদেতে যাব আমি”
“দেলোয়ার হোছাইন ”
মসজিদেতে যাব আমি
সবার আগে গোসল করে
আল্লাহর কাছে চাইব ক্ষমা
মুছে যেন পাপ তাপ জুমাবারে।।
জুমাবারের আলাদা সম্মান
তাতে আছে দু’জাহানের কল্যাণ,
থাকব না কো এ দিনে
মসজিদ থেকে দূরে ।।
দু’দিনের এই দুনিয়া
সব কিছু মিছে মায়া
নামাজ পড়ে মরণ হলে
শান্তি পাব কবরে ।।
আপনার মতামত লিখুন :