প্রকাশিত,০৯, ফেব্রুয়ারি,২০২৪
কবিতা,"সোনালি শৈশব"
মীর খান আমীর ।
পুকুরের পাশে বাঁকা হয়ে উঠা একটি খেজুর গাছে,
গাছে উঠে ওরে লাফাতাম সবে এখনো স্মরণে আছে।
কাজের ফাঁকিতে জলের টানেতে যখনি সুযোগ বনে,
দিঘিতে সাঁতার দিয়ে যে অপার পুলক পেয়েছি মনে।
পুকুরপাড়ের শিরীষ তলায় খেলিতাম কত খেলা,
হাডুডু বউচি কড়িকানামাছি আরো কতশত মেলা।
সোনালু জবার মালা তোড়া দিয়ে হইতাম মালাকার,
নানা খেলাধুলা আয়োজন করে দিতাম পুরুস্কার ।
শীতের কালে খেজুরের ডালে বাঁধিতাম কতবাসা,
চড়ুই ভাতি বনভোজনের রাঁধা হতো কত খাসা ।
দাদীরে ঘিরিয়া বসিতাম সবে গল্প শোনার তরে,
কত জ্বীন পরি দানব রাখাল রাজা ছিল অন্তরে।
আত্মীয় বেশী পাড়া প্রতিবেশী পালা পার্বনে
, মিলিতাম সবে হাসিতাম মোরা কারনে অকারণে।
এমনি করিয়া কত রাতদিন কাটিয়া দিয়েছি বেলা,
সোনালি শৈশব ফেলিয়া এসেছি করিয়া অবহেলা।