প্রকাশিত,১৯, ফেব্রুয়ারি,২০২৪
কবিতা, সুখ
দেলোয়ার হোছাইন
সুখ মানে অনুভূতি,
সুখ মানে তৃপ্তি।
আত্মজিজ্ঞাসা আর আত্মজ্ঞানে
যদি করি উপলব্ধি,
আপনা আপনি সুখ এসে
জীবন হবে সুখী।
সুখ আসে নিজ থেকে,
সুখ আসে মন থেকে।
সুখ নিয়ে ভাবনা,
আপন করে নিতে হবে যন্ত্রণা,
অন্যের সঙ্গে নয় নিজেকে তুলনা।
আপনার মতামত লিখুন :