কবিতা, ” সময়ের প্রয়োজনে”


দেশ সময় প্রকাশের সময় : ২০২৪-০৯-২২, ৯:৫৮ পূর্বাহ্ন /
কবিতা,           ” সময়ের প্রয়োজনে”

প্রকাশিত,২২,সেপ্টেম্বর

“সময়ের প্রয়োজনে”

শেখ মাহমুদ

চলমান সময়ের
বডি লেংগোয়েজ,
সবাই নিতে মরিয়া
সামনের এডভানটেজ।
একজনের কাছাকাছি
আরেক জন যদি,
উত্তপ্ত বেসামাল
প্রত্যেকের অনূভূতি।
সবটুকুই নিজের ভাগে রাখতে
আমরন লড়াই,
বিন্দু মাত্রও ত্যাগ নাই
শুধু বেশী বেশী চাই।
যে যার স্তান থেকে
করছে বিদ্রোহ ঘোষনা
পরিবর্তন প্রত্যাশা
আরো সুখ কামনা।
বাকযুদ্ধের চরম পর্যায়
কঠিন মনোভাব,
যে কোন মূহুর্তে ভেঙ্গে যেতে পারে
ধৈর্যের অমুক বাঁধ।
মরনঘাতি অস্রের
যে বিচিত্র দৃশ্য,
প্রয়োগ হলে নি:সন্দেহে
ধ্বংশ হবে বিশ্ব।
তাই বলি ভাই
যুদ্ধের দরকার নাই,
সময়ের প্রয়োজনে
অস্তিত্ব বাঁচাই।