কবিতা , “রোজা”


deshsomoy প্রকাশের সময় : ২০২৪-০৩-২২, ১০:০৫ অপরাহ্ন /
কবিতা ,    “রোজা”

প্রকাশিত,২২, মার্চ,২০২৫

কবিতা , “রোজা”

দেলোয়ার হোছাইন

রমজান মাসে রাখলে রোজা ,
হালকা হয় পাপের বোঝা ।

প্রদান করলে ফিতরা যাকাত ,
মুক্তি আসে অর্থনৈতিক খাত।

মহান রব করে মাপ,
মুছে দিয়ে পাপ তাপ ।

এশার শেষে তারাবি ,
তাহাজ্জুদের পর সাহরি ।

করানো হলে ইফতারি,
যত আছে গরীব দুঃখী ।

সওয়াব মিলে আরো বেশি
মহান রব হয় অধিক খুশি ।