কবিতা, “মানুষের বসবাস”


deshsomoy প্রকাশের সময় : ২০২৪-০১-২৮, ৬:১৮ অপরাহ্ন /
কবিতা,         “মানুষের  বসবাস”

প্রকাশিত,২৮, জানুয়ারি,২০২৪

কবিতা , “মানুষের বসবাস”

কবি, দেলোয়ার হোছাইন।

মানুষের সাথেই মানুষকে করতে হয় বসবাস,
তবে কেন মানুষ মানুষকে করে উপহাস।
স্রষ্টার সেরা সৃষ্টি মানুষ-
এ সত্য জেনেও মানুষের মাঝে কোথায় আজ সেই হুঁশ?

চারিদিকে হিংসা-বিদ্বেষ আর লোভ,মানুষ হয়ে মানুষকে কষ্ট দেয়া যেন এক রোগ ।
এভাবে কি কারো জীবনে আসে সুখ?

প্রবহমান এই জীবন চলার পথে –একে অন্যের সাথে করি যে আচরণ,
অন্তরে ধরি যে মনোভাব-এ যেন সত্যের উপর মিথ্যের আস্তরণ ।

মানুষে মানুষে হতে পারে ভূলভ্রান্তি,ভুল স্বীকারে ক্ষমা চাইলে আসে মনে তৃপ্তি ।
মানুষে মানুষে গড়ে উঠে সম্প্রীতি।

ছোট্ট এ পৃথিবীর মাঝে ক্ষণিকের এ জীবন,
মানুষকে কষ্ট দিয়ে যেন না হয় আমার মরণ ।