কবিতা, মাওলানা ভাসানী “


দেশ সময় প্রকাশের সময় : ২০২৪-১২-২৩, ১০:৩২ অপরাহ্ন /
কবিতা,   মাওলানা ভাসানী “

প্রকাশিত,২৩,ডিসেম্বর

মাওলানা ভাসানী

দেলোয়ার হোছাইন
লোহাগাড়া চট্টগ্রাম ।

মাওলানা ভাসানীর নামটা
আমি, সবার কাছে শুনি,
দেশবাসীর কাছে ছিলো তিনি,
অন্যতম গুনী।।

এমন গুণী নেতা
পেতাম যদি
বাংলাদেশের ঘরে
দোয়া করতো মানুষে
জনম জনম ভরে ।‌।

দেশের স্বার্থে ঐক্য গড়তে
তিনি মোদের প্রেরণা
স্বাধীনতা সংগ্রামের মহানায়ক
আধিপত্য মুক্ত দেশ
গড়ারও চেতনা ।।