কবিতা , “মক্তবে পাঠ দান “


দেশ সময় প্রকাশের সময় : ২০২৪-০৫-১৬, ৭:৫৮ অপরাহ্ন /
কবিতা ,         “মক্তবে পাঠ দান “

প্রকাশিত,১৬,মে,২০২৪

কবিতা, “মক্তবে পাঠ দান”

দেলোয়ার হোছাইন।

মুসলিম ঘরে জন্ম হলে
সবার আগে আযান
শিশু শিক্ষার প্রথম স্তর
মক্তবে পাঠ দান ।।

ধনী গরীব শিশু সবে
পড়াশুনা করে মক্তবে
জানতে হলে থাকতে হবে
আল কোরআনের জ্ঞান।।

মক্তব থেকে খোদা ভীতি
গড়ে তোলে সত্যের প্রীতি
মিথ্যা হয়ে ধ্বংস
আনে বয়ে কল্যাণ।।

উচ্চ শিক্ষার আশায়
স্কুল কলেজ মাদ্রাসায়
যাবে যখন ছেলে মেয়ে
গাইবে তখন মানবতার জয়গান ।।