কবিতা, “বাংলার বিজয়


deshsomoy প্রকাশের সময় : ২০২৪-০৮-১৪, ৫:৩৬ অপরাহ্ন /
কবিতা,        “বাংলার বিজয়

কবিতা, “বাংলার বিজয়

দেলোয়ার হোছাইন।

দানে কিংবা অনুদানে নয় ,
রক্তের বিনিময়ে বাংলার বিজয় ,

ভোলা যায় না কখনো ইতিহাস , মিথ্যার বিনাশে সত্যের হয় প্রকাশ !

বিজয়ের স্বাদে তখনই পূর্ণতা ,
প্রতিষ্ঠিত হয় যখন মানবতা ।

বিশেষ কোন গোষ্ঠী বা শ্রেণী নয়,সবার সাথে সুসম্পর্কে মানবতার জয় !