কবিতা , “বড় হওয়ার স্বপ্ন”


deshsomoy প্রকাশের সময় : ২০২৪-০১-১৬, ৩:৪৬ অপরাহ্ন /
কবিতা ,       “বড় হওয়ার স্বপ্ন”

প্রকাশিত,১৬, জানুয়ারি,২০২৪

কবিতা, “বড় হওয়ার স্বপ্ন”

কবি, দেলোয়ার হোছাইন ।

বাঁচার মত বাঁচতে শিখি,
নিজের পথটা নিজে খুঁজি

লক্ষ্য পূরণে নেই বাধা ,
যদি করি পরিশ্রম – চেষ্টা ।

আজকাল সবাই স্বপ্ন দেখে,
বড় কেমনে হবে ‌।

দেখেছি কি একবার ভেবে ,
সাধনা করেছি কি সেই পথে ?

স্বপ্নের পথ হয় সুগম ‌,
করিলে শৃঙ্খলাবদ্ধ জীবনযাপন ।

নিজেকে করতে পারলে
নিয়ন্ত্রণ, সহজ হয় স্বপ্ন পূরণ।

কঠিন সময়ে ধৈর্য ধারণ,
সার্থক হয় অর্জন ।