কবিতা , “বই মেলা”


deshsomoy প্রকাশের সময় : ২০২৪-০২-১৬, ৮:২৬ অপরাহ্ন /
কবিতা ,     “বই মেলা”

প্রকাশিত,১৬, ফেব্রুয়ারি,২০২৪

কবিতা, “বই মেলা”

দেলোয়ার হোছাইন

ভাষার মাস ফেব্রুয়ারি
জমে উঠে বইয়ের মেলা
লেখক পাঠক আসে সবাই
জমজমাট হয় মিলনমেলা ।।

বই কিনে বই পড়ি
সুন্দর জীবন গড়ি
ভালো মানের বই হলে
তাতেই সার্থক পথচলা ।।

দেলোয়ার কয় যে ভাবিয়া
বই মেলায় এসে দেখো ঘুরিয়া
ভালো বইয়ে আনন্দ
শেষ হলেও বেলা ।।