কবিতা, পেতে হলে জীবনের স্বাদ ;
কবি, দেলোয়ার হোছাইন
পেতে হলে জীবনের স্বাদ
করিতে হয় ভ্রমণ
বসে থাকলে ঘরের কোণে
সুখী হয় না জীবন ।।
দেশ বিদেশ যাও ভ্রমণে
প্রকৃতির রূপ অন্বেষণে
জ্ঞান আহরণ করো সবে
চাঙ্গা করো মন ।।
সাহস অতি রেখো মনে
চলার পথে জনে জনে
কি আছে বল ঘরের কোণে
ঘর ছাড়ো এখন ।।
দেলোয়ার কয় ভাবিয়া
জগতটারে আসো দেখিয়া
তবেই বাড়বে ভক্তি তোমার
আল্লাহর প্রতি ভীষণ ।।
আপনার মতামত লিখুন :