প্রকাশিত,২৪, জানুয়ারি,২০২৪
কবিতা, “পাখি আয়
,,,কবি,,,,,,,,, শেখ মাহমুদ।
পাখি আয় উড়ে আয়
আমার কাছে ছুটে আয়।
সোনালী রূপালী পালক গায়ে
সকালের হাওয়ায়
আমার কাছে ছুটে আয়।
পাঁকা পেঁপে কলা কোল
সরষে দানা সিমের ফুল
তোমার অপেক্ষায়
আমার কাছে ছুটে আয়।
আমের বনে ফুল কাননে
প্রজাপতির প্রর্দশনে
লম্বা লেজ দুলায়
আমার কাছে ছুটে আয়।
বসতে দিব রূপার পীঁড়ি
হীরার মালা গলায়
রাখবো তুরে খুব যতনে সোনার খাঁছায়
আমার কাছে ছুটে আয়।
আপনার মতামত লিখুন :