প্রকাশিত, ২৪,মে,২০২৪
কবিতা, “নজরুল চেতনায়”
দেলোয়ার হোছাইন
বহুমুখী প্রতিভার অধিকারী নজরুল ,মাথায় যে ছিল তাঁর ঝাঁকড়া চুল !
অন্যায়ের কাছে করেনি আপোষ ,নাম শুনে ব্রিটিশের ছিল না হুশ !
তীব্র প্রতিবাদ ছিল তাঁর ভাষায় ,
কারাগার ও পারেনি তাকে থামায় !
বাঙালির মনে তিনি অমর -অক্ষয় ,স্বাধীনতা অর্জনে অকুতোভয় ।
কবি হিসেবে চাননি অমরত্ব ,
মনুষ্যত্ব ছিল তাঁর বিশেষত্ব !
এপার বাংলা ওপার বাংলা
সর্বত্র নজরুল চেতনা ,
তাঁর আদর্শ – দর্শন হয়ে থাকবে ,
মোদের পথ ও প্রেরণা ।
আপনার মতামত লিখুন :