কবিতা , ” তোমার হুকুমে বাঁচি “


deshsomoy প্রকাশের সময় : ২০২৪-০৪-২৩, ১:৫৯ অপরাহ্ন /
কবিতা ,         ” তোমার হুকুমে বাঁচি “

প্রকাশিত,২৩, এপ্রিল,২০২৪

কবিতা, “তোমার হুকুমে বাঁচি ”

দেলোয়ার হোছাইন

তোমার হুকুমে পা চলে গো,
তোমার হুকুমে বাঁচি
তোমার ডাকে যাবো আমি
তোমারই কাছাকাছি ।।

তোমার হুকুমে নড়ে পাতা
আমারও মাথায় হয় ব্যাথা
তোমার কাছে রিজিক আমার
তোমার কাছেই যাচি।।

তোমার হুকুমে জীবন মরণ,
করিও আমার পাপ মোচন
দেখাও আমায় সরল পথ
মরণেও যাতে হাসি।।

একদিন যাবো সব ছেড়ে
সঙ্গে কিছুই যাবে না রে
দেলোয়ারের ভাবনা তাই
নয় আর জীবন বিলাসী।।