কবিতা, “জীবনযাপন”
কবি, দেলোয়ার হোছাইন।
ধর্মীয় রীতিনীতির অনুশীলন ,
সহজ করে জীবন ।
শৃঙ্খলাবদ্ধ জীবনযাপনে
জীবন হয় সমৃদ্ধ !
বিশৃঙ্খল জীবনযাপনে
অকালে জীবন ধ্বংস।
জীবন হয় তখন ঔষুধময়,
শেষমেশ অকালে
জীবনের ক্ষয়।
সুন্দর ও সুশৃঙ্খল
জীবনযাপনের জন্য,
নিজেকে করিতে পারিলে নিয়ন্ত্রণ
সুখী ও সুন্দর হয় জীবন ।
চেষ্টা করে দেখি একবার
ধর্মীয় রীতিনীতি মেনে
ক্ষতি তো নেই অনুশীলনে।
কিসে স্বস্তি- কিসে শান্তি
নিজ জ্ঞানে দেখি ভেবে,
পথচলা হোক সেই ভাবে ।
আপনার মতামত লিখুন :