প্রকাশিত,১৩, জানুয়ারি,২০২৪
কবিতা, “ছাত্রজীবন”
কবি, দেলোয়ার হোছাইন।
ছাত্রজীবন মানবজীবনের শ্রেষ্ঠ কাল বলে গুণীজন,
ভবিষ্যতের ভিত গড়ার উত্তম প্রস্তুতিকাল রেখ তা স্বরণ।
ছাত্রজীবনে তোমরা যারা আকাশ ছোঁয়া স্বপ্ন দেখ,
সেই স্বপ্ন পূরণের আশায় মন দিয়ে পড়ালেখা করো ।
ছাত্রজীবনের সেই ভাবনা আর পরিকল্পনা,
তার লক্ষ্য পূরণে করতে হবে নিরলশ সাধনা ।
স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় মধুর ছাত্রজীবন,
সঠিক প্রস্তুতির উপর নির্ভর করে পরবর্তী কর্মজীবন ।
সুশিক্ষায় শিক্ষিত না হলে জীবন হবে না উজ্জ্বল,
শিক্ষার সঠিক মূল্য দিলে তবেই হবে জীবন সফল ।
আপনার মতামত লিখুন :