কবিতা, “কোরবানির ঈদ “


deshsomoy প্রকাশের সময় : ২০২৪-০৬-০৮, ২:২০ অপরাহ্ন /
কবিতা,      “কোরবানির ঈদ “

প্রকাশিত, ০৮,জুন, ২০২৪

কবিতা, “কোরবানির ঈদ ”

দেলোয়ার হোছাইন

অবিনশ্বর মহান রবের সন্তুষ্টি , খুশি মনে করিলে কোরবানি ।

কোরবানি মানে নয় শুধু মাংস ভক্ষণ, কোরবানি মানে মহান রবের সন্তুষ্টির বিসর্জন।

রবের কাছে পৌঁছে না কোন মাংস ,তোমার আমার ত্যাগই হোক শিরোধার্য ।

গরীব মিসকিন এতিম স্বজন ,
সবার মাঝে মাংস বন্টন ।

মুসলিম জাতির ঘরে ঘরে ,
মাংস রান্না সবার তরে !

আসবে যাবে ঈদের দিনে ,
মাংস মুখ জনে জনে । ‌

তুমিও চাইলে খেতে পারো ,
বারণ না থাকিলে কারো !

মন ভরে খেতে দেবো আপন মনে ,সবার জন্য প্রীতি ও শুভকামনা খুশির দিনে !