প্রকাশিত,২১, জানুয়ারি,২০২৪
কবিতা, কার ভুলের বলি আমি ???
কবি, ফরিদুল ইসলাম ফরিদ
সুখ সাগরে ভেসেছিলে হয়তো
ক্ষনিকের মোহে পড়ে,
দশ মাস তুমি বয়ে বেড়ালে
তোমার নিজ উদরে।
কার ভুলের বলি আমি
কার বা পাপের ফসল,
কোন বা হিংস্র জানোয়ারের
হয়েছি অপকৌশল।
হয়তো কোন হিংস্র থাবা হতে
পাওনি তুমি রক্ষা,
অবশেষে তার ঘৃণায়
আমায় করলে অবজ্ঞা।
পাপাচারের ফসল বলেই
ঠাঁই মেলেনি তোমার বুকে,
তাইতো তোমরা ঠেলে দিলে
জীব জানোয়ারের মুখে।
ক্ষনিকের সুখের জন্য তোমরা
পরকাল গেলে ভুলে,
তোমার ভুলের কারণেই
আমায় নিলেনা কোলে তুলে।
দুনিয়ায় আগমন করিয়ে আমায়
দেখালেনা আলোর মুখ,
পাথরে গড়া হৃদয় তোমার
এ তোমার কেমন সুখ?
তোমাদের ভুলের বলি হলাম
ছিলোনা আমার পাপ,
সারাজীবন বয়ে বেড়াবে
সেই অনলের অনুতাপ।
ফরিদুল ইসলাম ফরিদ
তারিখ: ২১/০১/২০২৪ ইং