কবিতা, “একুশের ভাবনা”
কবি,দেলোয়ার হোছাইন
একুশ মানে নয় শুধু চেতনা,
একুশ মানে মায়ের ভাষার জাগ্ৰত প্রেরণা।
একুশ মানে নয় শুধু ভাষা দিবস পালন, একুশ মানে মায়ের ভাষা বুকে ধারণ।
একুশ মানে নয় শুধু শহীদগণের গল্প কথা,
একুশ মানে শহীদ ভাইদের স্মরণে প্রার্থনা।
একুশ মানে নয় শুধু ভাষা আন্দোলনের স্মৃতি, একুশ মানে মায়ের ভাষার মর্যাদা রক্ষার প্রতিশ্রুতি।
একুশ মানে নয় শুধু যশ সম্মান খ্যাতি,একুশ মানে মায়ের মনে সাহস ও শক্তি।
আপনার মতামত লিখুন :