ওড়না দিয়ে ফাঁস লাগাইয়া আত্মহত্যা করে।


deshsomoy প্রকাশের সময় : ২০২৩-০৭-০৮, ১০:৩০ অপরাহ্ন /
ওড়না দিয়ে ফাঁস লাগাইয়া আত্মহত্যা করে।

প্রকাশিত,০৮, জুলাই,২০২৩

রুবেল চিরিরব বন্দর দিনাজপুর প্রতিনিধিঃ

দিনাজপুরের চিরিরবন্দরে০৮, জুলাই
সকলের অগোচরে অজিফা আক্তার (১৭) কলেজ পড়ুয়া ছাত্রী ১১’৩০ ঘটিকা হইতে ১২’০০ ঘটিকার মধ্যে কোন এক সময় তার নিজ শয়ন কক্ষে বাশের বর্গার সহিত ওড়না দিয়ে ফাঁস লাগাইয়া আত্মহত্যা করেছে।
সূত্রে জানা যায়
অজিফা আক্তার (১৭)
পিতা -মোঃ আজাব উদ্দিন ওরফে বাবু গ্রাম- বিন্নাকুড়ি (বদরপাড়া) থানা- চিরিরবন্দর জেলা- দিনাজপুর। মৃতা অজিফা আক্তার দিনাজপুর সরকারি মহিলা কলেজে এইচএসসি প্রথম বর্ষের ছাত্রী। সে দীর্ঘদিন যাবত মানসিক সমস্যায় ভুগিতে ছিল।

উক্ত ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।

চিরিরব বন্দর ভারপ্রাপ্ত থানার ইনচার্জ ওসি বজলুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।