ঐতিহ্যবাহী বাজালিয়া উচ্চ বিদ্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন।


deshsomoy প্রকাশের সময় : ২০২৪-০২-২৪, ১০:৫০ পূর্বাহ্ন /
ঐতিহ্যবাহী বাজালিয়া উচ্চ বিদ্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন।

প্রকাশিত,২৪, ফেব্রুয়ারি,২০০২৪

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

চট্টগ্রামের সাতকানিয়ায় বাজালিয়া উচ্চ বিদ্যালয়ের আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও ২১ শে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস যথাযোগ্য মর্যাদা, ভাবগাম্ভির্যতা ও আনন্দ-উৎফুল্ল সহকারে পালন করা হয়। এসময় শহীদের আত্মার কল্যাণে প্রার্থনা, প্রভাত ফেরীর মাধ্যমে বিদ্যালয়ের শহীদ মিনারে শহীদের উদ্দেশ্যে শ্রদ্ধাঞ্জলি নিবেদন এবং জাতীয় সংগীত ও জাতীয় পতাকা উত্তোলনের পরে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে বাজালিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিল্টন বিকাশ দাশের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাজালিয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি, রসুলাবাদ ফাজিল মাদ্রাসা সভাপতি ও বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সম্পাদক মোঃ আবু সাঈদ সুমন।

প্রধান অতিথির বক্তব্যে আবু সাঈদ সুমন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন,বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে।আমাদের মনের মধ্যে বঙ্গবন্ধুর মত সর্বদা দেশপ্রেমের, দেশকে সেবা করার ভালবাসার ও দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্য থাকতে হবে।

এসময় মফিজুল ইসলাম ও জনাব সাখাওয়াত হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি উপস্থিত ছিলেন,বাজালিয়া উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য আজিজুল হক চৌধুরী,অভিভাবক সদস্য বদিউল আলম,সহকারি প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন চৌধুরী,শিক্ষক প্রতিনিধি শিহাব উদ্দিন,শাহিদা বেগম, সুপ্রিতী চক্রবর্তী, শিহাব উদ্দীন, শামীমা আক্তার, ছন্দা কর, মৃনাল দাশ,আছপা আক্তার, প্রিয়া সুশীল, শহিদ উদ্দীন, সাঈদা হক, চম্পা আক্তার।

সেলিম চৌধুরী
পটিয়া প্রতিনিধি
পটিয়া চট্টগ্রাম

২৩/০২/২৪