এশিয়ান টিভির সাংবাদিককে হত্যার হুমকিতে থানায় অভিযোগ।


deshsomoy প্রকাশের সময় : ২০২৪-০৭-১৮, ৭:১২ অপরাহ্ন /
এশিয়ান টিভির সাংবাদিককে হত্যার হুমকিতে থানায় অভিযোগ।

প্রকাশিত,১৮,জুলাই, ২০২৪

মুরাদনগর ( কুমিল্লা) প্রতিনিধিঃ

এশিয়ান টিভি এর মুরাদনগর উপজেলা প্রতিনিধি আবুল বাশারকে হত্যার হুমকি দিয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় মঙ্গলবার নুরুল ইসলামের ( নুরু) বিরুদ্ধে বাঙ্গরা বাজার থানায় সাধারণ ডায়েরি করেছেন ভুক্তভোগী ওই সংবাদকর্মী। বাঙ্গরা বাজার থানার এস আই হাবিবুর রহমান জিডির বিষয়টি নিশ্চিত করেন।

সাধারণ ডায়েরি সূত্রে জানা যায়, টনকি ইউনিয়নের বাইড়া বাজারের নারী লোভী নুরুল ইসলাম এবং পরকীয়ার সাথে জড়িত। বিগত এক/দেড় মাস পূর্বে এলাকার একজন প্রবাসীর স্ত্রীর সাথে গভীর রাতে এলাকার লোকজন পেয়ে বিষয়টি নিয়ে এলাকায় উত্তেজনা তৈরি হয়।পরবর্তীতে উক্ত ঘটনার বিষয়ে নুরুকে খোঁজাখুজি করিলে এলাকায় ছেড়ে পলাতক হয়ে পার্শ্ববর্তী ভারতে চলে যায়। ভারত থেকে ৪/৫ দিনপর আসে, উক্ত বিষয়ে ক্ষিপ্ত হয় যে সাংবাদিক বাশার নাকি অন্য সাংবাদিকদের এলাকায় আনিয়েছে,অথচ একজন প্রতিনিধি হলে ও এলাকার দুর্নাম হবে বলে কোনো ধরনের সংবাদ প্রচারনা বা অন্য কোনো প্রতিনিধিদের খবর দেয় নি। কিন্তু নারী লোভী নুরু সাংবাদিকের উপর শুধু শুধু ক্ষিপ্ত হয়ে বিভিন্ন ধরনের ভয় ভীতিমূলক হুমকি প্রদান করেন।

এ বিষয়ে সাংবাদিক বাশার বলেন, প্রবাসীর স্ত্রীর সাথে পরকীয়ার বিষয়টি এলাকায় ছড়িয়ে পরে, এলাকার দুর্নাম হবে বিধায় আমি এক প্রবাসীর ঘরে গত ১৬ জুলাই মঙ্গলবার সকাল ৭ টায় বাইড়া বাজারে চাচা দেলোয়ারের সাথে কথা বলার সময় পিছন থেকে বিভিন্ন অকথ্য ভাষায় গালাগালিসহ প্রাণনাশের হুমকি দেয়। এতে এলাকার লোক জড়ো হলে বিষয়টি এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গকে অবহিত করে বাঙ্গরা বাজার থানায় অভিযোগ দায়ের করি।

এ বিষয়ে বাঙ্গরা বাজার থানার ওসি সাইফুল আলম বলেন, অভিযোগ হাতে পেয়েছি,তদন্ত নেওয়ার জন্য ঘটনাস্থলে লোক পাঠিয়েছি, তাকে আসার জন্য বলা হয়েছে।