প্রকাশিত,১৩, ফেব্রুয়ারি,২০২৪
মারুফ সরকার, স্টাফ রিপোর্টারঃ
আজ মঙ্গলবার রাজধানীতে দ্রব্যমূল্যের সীমাহীণ উর্ধ্বগতি,বেগম খালেদা জিয়াসহ সকল রাজবন্দীদের মুক্তি ও অবৈধ ডামি সংসদ বাতিলের দাবিতে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি- এলডিপি।
মঙ্গলবার বেলা ৩.০০ টায় রাজধানীর বিজয়নগর থেকে গণসংযোগ শুরু হয়ে পল্টন হয়ে প্রেস ক্লাবের সামনে এসে শেষ হয়।
উপস্থিত ছিলেন এলডিপির উপদেষ্টা অধ্যক্ষ মাহবুবুর রহমান, যুগ্ম মহাসচিব বিল্লাল হোসেন মিয়াজি, আইন সম্পাদক আবুল হাশেম, প্রচার সম্পাদক নিলু, প্রকাশনা সম্পাদক , ঢাকা মহানগর উত্তর এলডিপির সাধারণ সম্পাদক অবাক হোসেন রনি, মহানগর পূর্বের সভাপতি সোলায়মান, দক্ষিণের সভাপতি আবুল কালাম আজাদ, গণতান্ত্রিক যুবদলের সভাপতি আমান সোবহান, গণতান্ত্রিক আইনজীবী ফোরামের সভাপতি নূরে আলম, গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দলের সভাপতি খালিদ বিন জসিমসহ প্রমুখ।
আপনার মতামত লিখুন :