এক মাসে ৬০ লক্ষ ভিউ অতিক্রম করেছে নাটক ”ভাড়ায় চালিত”


deshsomoy প্রকাশের সময় : ২০২৩-০৮-২৩, ৭:৩৭ অপরাহ্ন /
এক মাসে ৬০ লক্ষ ভিউ অতিক্রম করেছে নাটক ”ভাড়ায় চালিত”

প্রকাশিত,২৩, আগস্ট,২০২৩

মারুফ সরকার,স্টাফ রির্পোটারঃ

বর্তমান সময়ে সবার প্রিয় পরিচালক ফজলুল সেলিম । এবার তার পরিচালনায় ঈদের সেরা নাটক উপহার দিয়েছেন মোশাররফ করিম, রোবেনা রেজা জুটি।

নাটকটি রচনা করেছেন — জুয়েল এলিন। নাটকে দেখা যায় ঢাকা শহরে মোশাররফ করিম জীবনের তাগিদে বিভিন্ন সময় বিভিন্ন পেশা বদল করে বিভিন্ন গেটআপ নিয়ে চলছে । গ্রামের বধূ রোবেনা রেজা জানে তার স্বামী সৌদি আরব
থাকে । স্ত্রী একটা কাজে ঢাকা এসে টিভিতে দেখে তার স্বামী তিন সন্তানের জনক । এমনি একটি গল্প নিয়ে ভাড়ায় চালিত নাটকের গল্প চলতে থাকে । নাটকটি দেখে মানুৃষ হাসছে আবার অজান্তেই চোখে পানি চলে আসছে।

পরিচালক ফজলুল সেলিম বলেন, এই জুটির আমার চতুর্থ নাটক । প্রথম সব চরিত্র কাল্পনিক নয়, ভালো ছেলে, দালাল নাটক নির্মাণ করেছি । আশা করছি সামনে আরও ভাল নাটক উপহার দিতে পারবো। আর আপনারা যারা দর্শক আছেন তারা অবশ্যই বেশী বেশী বাংলা নাটক দেখবেন ।