একাধীক চেক জালিয়াতির মামলায় তুলা ব্যবসায়ী আলমগীর গ্রেফতার।


deshsomoy প্রকাশের সময় : ২০২৪-০২-১৬, ২:৫৭ অপরাহ্ন /
একাধীক চেক জালিয়াতির মামলায় তুলা ব্যবসায়ী আলমগীর গ্রেফতার।

প্রকাশিত,১৬, ফেব্রুয়ারি,২০২৪

ইমাম হাসান জুয়েল
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের বিশিষ্ট তুলা ব্যবসায়ী মোহা: আলমগীর হোসেন (৬০) কে গ্রেফতার করেছে সদর মডেল থানা পুলিশ।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারী) রাতে দীর্ঘ দিন থেকে আত্ম গোপনে থাকা মোহাঃ আলমগীর হোসেন কে গ্রেফতার করে পুলিশ।

ধৃত আলমগীর চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার
মসজিদ পাড়ার মৃত-লাল মোহাম্মদ এর ছেলে।

জানা গেছে আলমগীর এর বিরুদ্ধে
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশ কর্তৃক ৭টি সিআর সাজা প্রাপ্ত ও ১ টি সিআর নরমাল মোট ০৮ টি গ্রেফতারি পরম তামিল। এই ১ জন ব্যক্তির নামে।
১। প্রসেস-৭৩৫/২২(নরমাল), সিআর- ১৬০২/২২ (মতিঝিল)
২। প্রসেস-১০৮/২১(সাজা), সিআর- ৮১৩/১৯ (নবাব), সেশন- ২২৯/২০, সাজার পরিমান- ১ বছর কারাদন্ড + চেকে বর্ণিত অর্থ
৩। প্রসেস-১২১/২১(সাজা), সিআর- ৫৯২/২০ (নবাব), সেশন- ৫১৮/২১, সাজার পরিমান- ১ বছর কারাদন্ড + চেকে বর্ণিত অর্থ
৪। প্রসেস-৮০/২২(সাজা), সিআর- ১১৩৯/১৮ (রাজশাহী), সেশন- ৯২৯/১৯, সাজার পরিমান- ৮ মাস কারাদন্ড + ৫,১৯,৯৯০/-
৫। প্রসেস-৮২/২২(সাজা), সিআর- ১১৪৬/১৯ (রাজশাহী), সেশন- ১৪১৩/২০, সাজার পরিমান- ৬ মাস কারাদন্ড + ৫,১৯,৯৯০/-
৬। প্রসেস-১১২/২২(সাজা), সিআর- ২৭৫/২১ (নবাব), সেশন- ৪৯৩/২২, সাজার পরিমান- ১ বছর কারাদন্ড + ৪১,৬৭,৯৭৩/-
৭। প্রসেস-৩৪/২৩(সাজা), সিআর- ১২৫/১৯ (বগুড়া), সেশন- ২৪৬১/১৯, সাজার পরিমান- ২ মাস কারাদন্ড + ৬৫,৮৩৮/-
৮। প্রসেস-৯৭/২৩(সাজা), সিআর- ৮৪৪/১৮ (রাজশাহী), সেশন- ৩১৬/১৯, সাজার পরিমান- ৬ মাস কারাদন্ড + ৫,১৯,৯৯০।