সংবিধানের দোহাই দিয়ে দলীয় সরকারের অধীনে নির্বাচনের আয়োজন দেশকে আরও বিপর্যয়ের দিকে নিয়ে যাবে বলে মন্তব্য করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।
তিনি বলেন, ‘সরকারের নির্দেশনায় সিইসি আরেকটা একতরফা নির্বাচনের তফসিল ঘোষণা করলে দেশের মানুষ তা গ্রহণ করতে প্রস্তুত নয়। যদি সরকার জবরদস্তি করতে চায়, তাহলে নির্বাচন কমিশনকে (ইসি) পদত্যাগ করে রাজনৈতিক সংকট সমাধানের একটা পথ বের করা উচিত।’
বৃহস্পতিবার (৯ নভেম্বর) বিকেলে পল্টনে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় এসব কথা বলেন তিনি। চলমান রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনায় এ সভা করে দলটি।
বর্তমান পরিস্থিতিতে সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য নির্বাচনের কোনো পরিবেশ নেই জানিয়ে চরমোনাই পির বলেন, ‘সরকারের নির্দেশনায় সিইসি আরেকটা একতরফা নির্বাচনের তফসিল ঘোষণা করলে দেশের মানুষ তা গ্রহণ করতে প্রস্তুত নয়।’
তিনি বলেন, ‘মানুষ আর নীলনকশার নির্বাচন হতে দেবে না। দেশে সংঘাত-সহিংস পরিস্থিতিতে জনগণ ও দেশের অধিকাংশ নিবন্ধিত রাজনৈতিক দল বর্তমান সরকারের অধীনে নির্বাচনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। কোনো সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ, বিশ্বাসযোগ্য নির্বাচনের পরিবেশ সৃষ্টি না করে একতরফা নির্বাচন দেশকে অশান্ত করে তুলবে
সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম আরও বলেন, ‘নির্বাচনকালীন সরকারের রূপরেখা তৈরি না করে নির্বাচনের ঘোষণা বিদ্যমান সংকেট নতুন মাত্রা যোগ করবে। যদি সরকার জবরদস্তি করতে চায়, তাহলে নির্বাচন কমিশনকে পদত্যাগ করে রাজনৈতিক সংকট সমাধানের একটা পথ বের করা উচিত। দেশের জনগণ তাদের ভোটের অধিকার ফিরে পেতে চায়।’
আপনার মতামত লিখুন :